সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ অনুষ্ঠান

সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ অনুষ্ঠান

এশিয়ার সবচেয়ে খ্যাতমান ও বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের একজন মুকেশ আম্বানি। তাঁর ছোট ছেলে অনন্ত আম্বানি ও তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে গত শুক্রবার। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে টানা তিনদিন ধরে চলবে এই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান। দীর্ঘ সাত মাস ধরে চলমান এই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন বিশ্বের বিভিন্ন খ্যাতমান অভিনেতা-অভিনেত্রীসহ গণ্য মান্য ব্যক্তিবর্গ। যুগান্তকারী এবং প্রচুর প্রাচুর্যে ভরপুর মেগা এই আয়োজনে এখন পর্যন্ত ৫০০০ কোটি টাকা খরচ করেছে আম্বানি পরিবার। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুসারে মুকেশ আম্বানির সম্পদের মাত্র ০.০৫% খরচ করা হয়েছে এই বিয়েতে। বিখ্যাত ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বসের মতে মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ ১০,১৮,৬১২ কোটি টাকা।

 

পরিচয়

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির আদরের ছোট ছেলে অনন্ত আম্বানি এবং এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট একে অন্যকে চিনেন ও জানেন সেই শৈশব থেকেই। শৈশবের বন্ধুত্ব হাটি হাটি পা করে একসময় প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। স্কুলের গন্ডি পেরিয়ে রাধিকা ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন আর অনন্ত তখন পড়াশোনা করছিলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। ২০১৮ সালে প্রথমবারের মতো প্রকাশে আসে এই ধনকুব জুটির প্রেমের গুঞ্জন। শুরুর দিকে অস্বীকার করলেও তাঁদের অনুরাগী ও ভক্তদের নিয়মিত চোখে চোখে রাখার জোরে অবশেষে প্রেমের গুঞ্জন সত্যিকারে রূপ নেয়। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রেম কাহিনী কোনো অংশে রূপকথার চেয়ে কম নয়। আধুনিক সভ্যতা ও প্রযুক্তির যুগে এসেও তাঁদের এই বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ বিয়ে, প্রাচীন রাজকীয় কোনো বিয়ের অনুষ্ঠানের চেয়ে কম নয়। প্রেমিক যুগলদের মাঝে তাঁদের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক শ্রদ্ধার জন্য এই জুটি হতে পারে একটি আদর্শ উদাহরণ। তারা যখন প্রথমবার একে অপরের সাথে পরিচিত হন,  তখন থেকেই তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক বন্ধন ও ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে তারা একে অপরকে ভালোভাবে চিনতে পারেন। পাশাপাশি শিক্ষা অর্জনের জন্য দুইজনই যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তখন তাঁদের মধ্যে শৈশবের বন্ধুত্ব রূপ নেয় গভীর প্রণয়ে। তাদের সম্পর্ক সময়ের সাথে সাথে আরও গভীর হয় এবং এক সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে ২০২৩ সালে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট বাগদান সম্পন্ন করে। চলতি বছরের মার্চ মাসে ভারতের গুজরাটের জামনগরে এই ধনী জুটি তাঁদের প্রথম প্রাক-বিবাহ আয়োজন করেছিলেন। পরবর্তীতে ইতালিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের দ্বিতীয় প্রাক-বিবাহ সম্পন্ন হয়। হিন্দু ধর্মীয় রীতি অনুসারে এই জুটি গত শুক্রবার(১৩ই জুলাই) সাতপাকে বাঁধা পড়েছে।

 

বিশেষ অতিথি

বর্ণাদ্য আয়োজনে ভরপুর এই বিয়ের মূল অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভারতের প্রধানমন্ত্রী ‘নরেন্দ্র মোদি’। এছাড়া, রাষ্ট্রের সকল হাইপ্রোফাইল রাজনৈতিক ব্যক্তিগণের পাশাপাশি দেশ-বিদেশের বিখ্যাত ও খ্যাতমান ব্যক্তিগণও এই বিয়েতে অংশ নিবেন। রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের অনেক নামকরা ব্যক্তিবর্গের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিয়েতে যোগ দিতে মুম্বাইতে পৌছে গিয়েছেন। আম্বানি পরিবার ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিস, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং টনি ব্লেয়ার,  পিটার ডায়মান্ডিস, শিল্পী জেফ কুনস, কোচ জে শেঠি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্ভাবনা রয়েছে। তাছাড়া গণমাধ্যমের সূত্রানুসারে বিয়ের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান জে লি, এরিকসনের প্রধান নির্বাহী কর্মকর্তা বোর্জে একহোলম, এইচপির প্রেসিডেন্ট এনরিক লরেস, নোকিয়ার প্রেসিডেন্ট টমি উইত্তো, অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা শান্তনু নারায়ণ, মাইকেল গ্রিমসের ব্যবস্থাপক মরগান স্ট্যানলিসহ প্রযুক্তিজগতের অনেক তারকা ব্যক্তি। পাশাপাশি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আর মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও আসতে পারেন।

আরও পড়ুন 

শাকিবের হাত ধরে বাংলা সিনেমার নবজাগরণ 

১৪ই জুলাই, ২০২৪

বিশেষ যাতায়াত ব্যবস্থা

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এবার নতুন আলোচনা শুরু হয়েছে বিয়েতে আসা আমন্ত্রিতদের যাতায়াত খরচ নিয়ে। অতিথিদের জন্য যাতায়াতে বিশেষ ব্যবস্থা করতেই  শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি খরচ হচ্ছে কয়েক কোটি টাকারও বেশি।

গণমাধ্যম থেকে জানা যায় যে, গতকাল থেকে শুরু হওয়া জমকালো এই বিয়ের অনুষ্ঠানে,  বিদেশ থেকে আসা অতিথিদের বিয়ে বাড়িতে আনতে আম্বানি পরিবার ভাড়া করেছে ৩টি ফ্যালকন-২০০০ মডেলের জেট বিমান। ঘণ্টাপ্রতি এসব বিমান ভাড়ার জন্য গুণতে হচ্ছে ৭ লক্ষ ২০ হাজার টাকা। পাশাপাশি,  কমপক্ষে আরো ১০০টি ব্যক্তিগত বিমান আগামী তিনদিন ধরে অতিথিদের আনা-নেওয়ার কাজে অংশ নিবে। শুধু ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমানের জন্যই আগামী ৭২ ঘণ্টায় আম্বানি খরচ করবেন প্রায় ৬ কোটি রুপি।

 

ওয়ার্ক ফ্রম হোম

অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে মুম্বাইয়ের বহু প্রতিষ্ঠানে ‘অফিস ফ্রম হোম’ ঘোষণা করা হয়েছে। মুম্বাইয়ের বিকেসি শহরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক হাব। বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সমাহার এই শহর। গতকাল (শুক্রবার) বিকেসির জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাস্তায় মারাত্মক যানজট সৃষ্টি হবে এমন চিন্তা থেকেই এরূপ সিদ্ধান্ত নিয়েছে বিকেসির বিভিন্ন অফিস।

 

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেনের বিয়ে শুধু একটি বিয়েই নয়। এটি যেন সমগ্র ভারতের উৎসব। তাঁদের বিয়ে হচ্ছে ভারতের ব্যবসায়িক ও বিনোদন জগতের একটি যুগান্তকারী উল্লেখযোগ্য ঘটনা। এই বিয়ে শুধুমাত্র দুই পরিবারের মিলন নয়  বরং ভারতীয় ব্যবসায়িক এবং সামাজিক জগতের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা। এই রাজকীয় বিয়ে ধনকুব যুগলের মধ্যকার প্রেম, ভালোবাসা, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এবং পৃথিবীতে ভারতের আধিপত্য বিস্তার এইসব মিলিয়ে ভারতের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করে তুলবে।

 

বিনোদনের সব নিত্য নতুন খবর সবার আগে পেতে ভিজিট করুনঃ

 

জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!