তিনি পরশমনি, তিনি জাদুকর, তিনি কিংবদন্তি

তিনি পরশমনি, তিনি জাদুকর, তিনি কিংবদন্তি

 

হুমায়ূন আহমেদ, বাংলা সাহিত্য জগতে যার অন্যতম পরিচয় ‘গল্পের জাদুকর’ হিসেবে। কিন্তু, লেখক হিসেবে যাত্রা শুরু করলেও তার বিচরণ শুধু বইয়ের জগতেই সীমাবদ্ধ ছিলো না। চিত্রনাট্য, নাটক, গান লেখা, সুর করাসহ, চলচ্চিত্র নির্মানেও মুন্সিয়ানা দেখিয়েছেন জনপ্রিয় এই কথাসাহিত্যিক।

‘আগুনের পরশমণি’ নির্মাণের মাধ্যমেই পরিচালক হুমায়ূন আহমেদের যাত্রা শুরু হয়। নিজের লেখা ‘আগুনের পরশমণি’ উপন্যাস থেকে ১৯৯৪ সালে নিজের প্রথম সিনেমা নির্মাণ করেন তিনি। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এ চলচ্চিত্র মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র নির্মানের ধারা বদলে দেয়। সৃষ্টি হয় বাংলা চলচ্চিত্রের এক নতুন যুগেরও।

এখানে অভিনয় করেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, হুমায়ূন কন্যা শিলা আহমেদসহ আরো অনেকে। বাংলাদেশ সরকারের অনুদানের চলচ্চিত্র ছিল এটি। অনুদানে নির্মিত চলচ্চিত্রের পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। ‘আগুনের পরশমণি’ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট আটটি বিভাগে ১৯তম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করে।

পরিশেষে, ‘আগুনের পরশমণি’ শুধু একটি চলচ্চিত্র নয়, আগুনের পরশমণি বাংলা চলচ্চিত্র ইতিহাসে এক সিনে জাদুকরের আগমনের আখ্যান।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!