ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কিং খান
লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন বলিউড বাদশা Shah Rukh Khan। ভারতীয় সিনেমায় অসাধারণ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ সম্মান প্রদান করা হবে।
শাহরুখ খানের ব্যাপারে একটি বিবৃতিতে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের শৈল্পিক পরিচালক জিওনা এ. নাজারো বলেছেন, ‘শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তীকে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে স্বাগত জানানো স্বপ্ন পূরণের মতোন! ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। তিনি একজন সত্যিকারের ‘পিপলস হিরো’, পরিশীলিত এবং ডাউন টু আর্থ। শাহরুখ খান আমাদের সময়ের কিংবদন্তি।’